শেয়ার করুন বন্ধুর সাথে

এটি সম্ভব। যেমন- একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ বিন্দুতে এর বেগ তথা গতি শূন্য হয় কিন্তু বস্তুটির উপর তখনো অভিকর্ষজ ত্বরণ নিচের দিক বরাবর ক্রিয়া করে। সরলদোলকের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে গতি শূন্য হলেও ত্বরণ থাকে। অতএব, গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি সম্ভব।