ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশাসন ও আচার-আচরণ থেকে কোনো সমাজের অভ্যন্তরে যে পারিপার্শ্বিকতার সৃষ্টি হয়, তাকে ধর্মীয় পরিবেশ বলে। মানুষের ধর্মীয় বিশ্বাস ও আচরণ তার সব কর্মকান্ডের সঙ্গে ব্যবসায়কেও প্রভাবিত করে। বৌদ্ধ ধর্মে বিশ্বাসী সমাজে পশুপালন নিরুৎসাহিত হয়ে থাকে। তুরস্কে প্রচুর ফল উৎপাদিত হলেও মদশিল্প ধর্মীয় কারণেই গড়ে ওঠেনি। ঈদ, পূজা-পার্বণ, বড়দিনকে কেন্ত্র করে ব্যবসায় কর্মকান্ড বিস্তৃত হয়। তাই বলা হয়, ব্যবসায়ের ওপর ধর্মীয় পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ।