শেয়ার করুন বন্ধুর সাথে

মালিকের অসীম দায় বলতে ব্যবসায়ে বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরে মালিকের দায় সৃষ্টি হওয়াকে বুঝায়। এরূপ ব্যবসায়ের কোনো পৃথক সত্তা থাকে না। মালিকের সত্তাই এক্ষেত্রে মুখ্য। সব লাভ ও সুবিধা যেমনি তার প্রাপ্য তেমনি সব দায়ও তাকেই বহন করতে হয়। যেহেতু এ ব্যবসায়ে দায় কারও সঙ্গে বণ্টনের সুযোগ নেই এবং আইনানুযায়ী সব দায় একক মালিকের তাই ব্যবসায়ের দায়ের জন্য তার ব্যক্তিগত সম্পত্তি ও দায়বদ্ধ হয়। তাই এরূপ ব্যবসায়ের মালিকের দায় অসীম।