ব্যবসায়ীর ঝুঁকির মূল্য হলো মুনাফা । মুনাফা অর্জনের উদ্দেশে বশবর্তী হয়ে মানুষ ব্যবসায়ে নিয়োজিত হয়। সব ধরনের উৎপাদন, বণ্টন ও এগুলোর সহায়ক কার্যাবলির মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। সেই পরিপ্রেক্ষিতে বলা যায়, মুনাফা অর্জনই ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য।