সেকেন্ডের হিসাবে হয়ে থাকে বিজ্ঞাপন দেখানোর Rate. টিভিতে অ্যাড দেখানোর কোন Fixed Rate নেই। কিন্তু কিছু চ্যানেলের নিজের এক আলাদা Rate থাকে। যেটা তারা ১০ সেকেন্ডের হিসাবে চার্জ করে থাকে। মনে করুন, যদি কোন চ্যানেল ১০ সেকেন্ডের জন্য ১ লাখ টাকা নেয়। তাহলে ১৮ সেকেন্ডের অ্যাড-এর জন্য ১ লাখ ৮০ হাজার টাকা। আর ৭ সেকেন্ডের অ্যাডের জন্য ৭০ হাজার টাকা নিবে। বিজ্ঞাপন দেখানোর Rate অনেক কারণের উপর নির্ভর করে থাকে। যেমনটা-- সাধারনত সকাল সকাল ৭টা থেকে ১০টার মধ্যে অনেক কম মানুষ টিভি দেখে থাকে। এর জন্য ঐ সময় অ্যাড দেখানোর Rate কম হয়ে থাকে। কিন্তু যদি সেটি News Channel-এর কথা বলি তো-- তো তারা সকাল সকাল অ্যাড দেখানোর জন্য বেশি চার্জ করে থাকে। এইভাবেই রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত অ্যাড দেখানোর Rate সবচেয়ে বেশি ধরা হয়। কারন, ঐ সময় বেশি মানুষ টিভি দেখে থাকে। আর বিনোদনমূলক চ্যানেল গুলো অ্যাড দেখানোর জন্য বেশি টাকা নিয়ে থাকে। বিনোদনমূলক চ্যানেল গুলো দিনের সময় কমপক্ষে ৭-৮ হাজার নিয়ে থাকে। আর রাতের সময় ৩০-৩৫ হাজার পর্যন্ত।