Share with your friends

১। সরকার থেকে লাইসেন্স । ২। অফিস । ৩। স্যাটেলাইট থেকে ফিকোয়েন্সি বরাদ্দ  । ৪। প্রোডাক্ট-শন  হাউস। প্রোডাক্ট-শন  হাউসে যে সকল ইকুইপমেন্ট এবং জনবল থাকতে হবে ঃ ক) স্টুডিও ঃ  হল রুম এবং ষ্টেজ, ক্যামেরা, লাইট, ক্যারেন, ইত্যাদি। খ) কন্টোল রুম ঃ ভিডিও মিক্সার সুইস, সাউন্ড মিক্সার, মনিটর সর্বনিম্নে ৬ টি, ভিডিও ইডিটিং এর মানের একটি কম্পিউটার, স্পিকার , ভিডিও রেকর্ডার এবং প্লেয়ার, টেলিফোন লাইন ইত্যাদি। গ) আপলিঙ্ক  ষ্টেশন ঃ আপলিঙ্ক ডিস এবং যন্ত্রপাতি। প্রডাক্ট-শন হাউসের ছাদে অথবা স্থান পরিবর্তনের সুবিধার্থে  গাড়িতেও আপলিঙ্ক ষ্টেশন স্থাপন করা যায়। ঘ) গ্রাফিক্স ডিজাইনের জন্য নিম্নে ২টি কম্পিউটার। ঙ) ভিডিও ইডিটিংয়ের জন্যে নিম্নে ৩ টি কম্পিউটার। চ) সকল স্তরে কর্ম সম্পাদনের জন্যে দক্ষ জনবল।

Talk Doctor Online in Bissoy App