এই সাইটে মাসে 200 টাকাও ইনকাম হয়না। এখন পর্যন্ত যত টাকা পেমেন্ট করা হয়েছে তা ব্যক্তিগতভাবে প্রদান করা হয়েছে। ব্যক্তিগত টাকায় পেমেন্ট করা হয় বলেই এখন পুরস্কার ব্যবস্থা বন্ধ আছে। কারণ সাইটের এডমিন যে প্রতিস্ঠানে চাকরী করতে তা আপাতত করোনার কারণে বন্ধ। তাই পুরস্কারও বন্ধ।