শেয়ার করুন বন্ধুর সাথে

আমরা যদি বর্ণালীর সাত রঙের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো, লাল আলোর চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘের আলো আমাদের চোখ দেখতে পারে না। আবার, নীল আলোর চেয়ে কম তরঙ্গদৈর্ঘের আলো আমাদের চোখ দেখতে পারে না। উল্লেখ্য, সাত রঙের মধ্যে লাল ও নীল দুই প্রান্তের আর তরঙ্গদৈর্ঘের হিসেবে সবুজ আলোর অবস্থান মাঝে। আর একারনেই সবুজ আলোর তরঙ্গদৈর্ঘ চোখের জন্য সবচেয়ে উপযুক্ত এবং চোখের বিস্রাম হয়।