শেয়ার করুন বন্ধুর সাথে

(ক) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- ‘রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তিন ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না- ১. রোজাদার যখন ইফতার করে ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া ৩. মজলুমের দোয়া। মজলুম ব্যক্তির দোয়াকে আল্লাহ মেঘমালার ওপর উঠিয়ে নেন এবং এজন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম! আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদিও তা কিছুকাল পরে হয়।’ (১) এমনই মর্মের আরও বেশকিছু হাদিস বিভিন্ন হাদিসগ্রন্থে পাওয়া যায়। কিছু উদ্ধৃত করছিঃ- (খ) হজরত আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত, ‘রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দুয়া ফিরিয়ে দেয়া হয় না। (২) (গ) হজরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, ‘রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- যে ব্যক্তি কারও থেকে অনুগ্রহ পেয়েছে, সে যদি অনুগ্রহকারীর জন্য দুয়া করে, সেই দুয়া ফিরিয়ে দেয়া হয় না। (৩) (ঘ) হজরত ইমরান বিন হুছাইন রা. থেকে বর্ণিত, ‘রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- এক মুসলিম ভাই তার অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দুয়া করলে সেই দুয়া ফিরিয়ে দেয়া হয় না। (৪) রেফারেন্স- (১) সুনানুত তিরমিজি, হাদিস নং- ৩৫৯৮, হাদিসের মান- হাসান (গ্রহণযোগ্য)। (২) সুনানুত তিরমিজি, হাদিস নং- ৩৫৯৫, হাদিসের মান- সহীহ। (৩) জামিউস সগীর, ইমাম সুয়ুতী রহ. কৃত, হাদিস নং- ৪১৮৫, হাদিসের মান- সহীহ। (৪) সহীহুল জামি, শাইখ আলবানী রহ. কৃত, হাদিস নং- ৩৩৭৯, হাদিসের মান- সহীহ।