পেশাব ও পায়খানার দোয়াঃ পেশাবখানা বা পায়খানায় ঢুকার সময় এই দোয়াটি পড়বেন। ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ﺍَﻟﻠﻬُﻢَّ ﺇِﻧّﻲْ ﺃَﻋًﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦَ ﺍﻟْﺨُﺒْﺚِ ﻭَ ﺍﻟْﺨَﺒَﺎﺋِﺚِ উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসী ওয়াল খাবায়িস। অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও নারী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি। পেশাবখানা বা পায়খানা থেকে বের হওয়ার সময় নিম্নোক্ত দুআ পড়বেন। ﻏُﻔْﺮَﺍﻧَﻚَ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠﻪِ ﺍﻟَّﺬِﻱْ ﺍَﺫْﻫَﺐَ ﻋَﻨِّﻲْ ﺍﻟْﺎَﺫَﻯ ﻭَﻋَﺎﻓَﺎﻧِﻲْ উচ্চারণঃ গুফরানাকা আল হামদু লিল্লাহিল্লাযি আযহাবা আননিল আযা ওয়া আফানী। অর্থ: তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি কষ্টদায়ক বস্তুসমূহ আমার থেকে দূর করে দিয়েছেন এবং আমাকে শান্তি দান করেছেন।