•‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’‌ (কুরআন– ১০৯:৬) •হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গীনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু’জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচঞ্ঝা করে থাক এবং আত্নীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।(কুরআন– ৪:১) •আর আল্লাহ তা’আলার নির্দেশ মান্য কর এবং তাঁর রসূলের। তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হইও না। যদি তা কর, তবে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্য্যধারণ কর। নিশ্চয়ই আল্লাহ তাআলা রয়েছেন ধৈর্য্যশীলদের সাথে।(কুরআন– ৮:৪৬) মানুষ নাস্তিক হবে নাকি আস্তিক হবে, অযথা এটা নিয়ে মাথানষ্টও করার দরকার নেই, নিজের ঈমান ও আকিদাও ধ্বংস করার কোনো মানে নাই। আপনি চেষ্টা করুন বুঝানোর— একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার— যদি তারপরও না মানে, আর জবরদস্তি করতে যাবেন না অযথা।

মানুষ মুনাফিক হয়ে যাচ্ছৈ বলে ইসলাম কে গুরুত্ব দিচ্ছে না।আরা যারা ইসলামের দাওয়াত দিবে তারা কিছু বাদে অনেকে ভয়ে তমকে গেছে।তাদের জাঘাতে হবে।৩বং দেশে ইসলাম কায়েম করতে হবে