শেয়ার করুন বন্ধুর সাথে

ব্লিচ ব্যবহার করার পরে প্রথম কয়েকদিন ত্বকে গ্লোনেস থাকে কিন্তু কয়েকদিন পরে ত্বক স্বাভাবিকের তুলনায় অনেক কালো হয়ে যায়। তাই ব্লিচ করা ত্বকের জন্য অনেক ক্ষতিকর। তবুও অনেকে করে থাকেন। সেক্ষেত্রে আপনিও করতে চাইলে অবশ্যই খেয়াল রাখবেন ব্যবহার করার সময়ে ব্লিচের পরিমাণটা যেন কোনোভাবেই বেশি না হয় এবং মাসে এক বারের বেশি ব্যবহার করবেন না। ব্লিচ সাধারণত ফেসিয়ালের আগেই করে থাকে। তবে আপনি যেহেতু বলেছেন যে আপনার ত্বক খুব বেশি সেনসিটিভ, সেক্ষেত্রে আমি বলব আপনার ব্লিচ ব্যবহার না করাটাই ভালো। কেননা সেনসিটিভ ত্বকে ব্লিচ ব্যবহারে অনেক সময় র্যা শ উঠে থাকে। তাই এটি ব্যবহার থেকে বিরত থাকাই শ্রেয়। ধন্যবাদ