শেয়ার করুন বন্ধুর সাথে

আলট্রাভায়োলেট রশ্মির কারণে ত্বকের যেসব ক্ষতি হয়- -ত্বক পাতলা হয়ে যায়। - ত্বকের কোষের ক্ষতি হয়। - ডার্মিসের কোলাজেন ও ইলাস্টিন ফাইবার ক্ষতিগ্রস্ত হয়। - ত্বক শুষ্ক ও খসখসে হয়, ত্বক কালচে হয়ে যায়। - ত্বকে বলিরেখা পড়ে ও ত্বক কুঁচকে যায়। - ত্বকের মসৃণতা কমে যায়। - ত্বকের টানটান ভাব কমে যায়। - ত্বকের যেকোনো সংক্রমণ, অ্যালার্জি ইত্যাদি বেশি হয়। ত্বক যখন আলট্রাভায়োলেট রশ্মির সম্মুখীন হয় তখন ত্বকে ফ্রি র‌্যাডিকেল তৈরি হয়। আর এ ফ্রি র‌্যাডিকেল ত্বককে ক্ষতিগ্রস্ত করে। ত্বক সূর্যরশ্মির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না এটা বোঝার জন্য প্রথম লক্ষণ ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া। তারপর কালচে হয়, টানটান ভাব কমে যায়, কুঁচকে যায় এবং বলিরেখা পড়ে। ত্বকের এপিডার্মিসে ল্যাঙ্গারহান্স কোষ থাকে। এ কোষ ত্বককে ব্যাকটেরিয়া, ভাইরাস এমনকি সূর্যরশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। ওজোন স্তর কমে যাওয়ায় সূর্যরশ্মি আরো গভীরভাবে আমাদের ত্বকে প্রবেশ করে ও ত্বককে ক্ষতিগ্রস্ত করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ