স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ হবে ঐ বিন্দুর গভীরতা ও ঘনত্বের সমানুপাতিক। সুতরাং তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে চাপ বাড়ার ফলে বল বৃদ্ধি পায়। আর বল বৃদ্ধি হলে বেগ বৃদ্ধি পায়।