শেয়ার করুন বন্ধুর সাথে

পূর্ণ প্রতিযােগিতামূলক বাজার বলতে এমন একটি বাজার বুঝায় যেখানে অসংখ্য ক্রেতা - বিক্রেতা সমজাতীয় দ্রব্য ক্রয় - বিক্রয় করে এবং বাজার সম্পর্কে সকলেই অবগত থাকে। তবে এককভাবে কেউ বাজারে দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না । তাই প্রচলিত দাম ফার্মসমূহ মেনে নিতে বাধ্য থাকে । আর স্বল্পকাল বলতে এমন একটি সময়কাল বুঝায় যখন উৎপাদক স্থির ব্যয়ের কোন পরিবর্তন করতে পারে না ।শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন করে উৎপাদনের পরিমাণ পরিবর্তন করতে পারে ।  এ বাজারে ফার্মের ভারসাম্যের দুটি শর্ত রয়েছে: প্রথমত , ভারসাম্য উৎপাদনে প্রান্তিক আয় ( MR ) এবং প্রান্তিক ব্যয় ( MC ) পরস্পর সমান অর্থাৎ , MR=MC হতে হবে।এটি ভারসাম্যের প্রয়ােজনীয় শর্ত । দ্বিতীয়ত,   ভারসাম্য অবস্থায় MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে । এটি হল ভারসাম্যের পর্যাপ্ত শর্ত । ফার্মের  মূল লক্ষ্য হল সর্বোচ্চ মুনাফা অর্জন করা । তাই উৎপাদনে ফার্ম তিনটি অবস্থার সম্মুখীন হয় - ( ক )  P>AC শর্তে অস্বাভাবিক মুনাফা , ( খ )  P=AC শর্তে স্বাভাবিক মুনাফা এবং ( গ )  P

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ