শেয়ার করুন বন্ধুর সাথে

ধারালো আলপিনের অগ্রভাগের ক্ষেত্রফল অত্যন্ত কম। তাই আলপিনের পেছনভাগে সামান্য বল প্রয়োগ করলেই P = F/A সূত্রানুসারে আলপিনের অগ্রভাগ কর্তৃক অধিক মানের চাপ প্রযুক্ত হয়। অতিরিক্ত মানের এই চাপের কারণেই ধারালো আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ