শেয়ার করুন বন্ধুর সাথে

সূর্য নক্ষত্রের পাঁচটি বৈশিষ্ট্য ১. সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র। ২. সূর্যের নিজস্ব আলো আছে, তাই সূর্য থেকে আলো ও তাপ পাওয়া যায়। ৩. সূর্যকে কেন্দ্র করে পৃথিবী নানা গতি লাভ করে। ৪. দিন-রাতের পরিবর্তন ঘটছে সূর্যের জন্য। ৫. মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্রের মধ্যে এটি একটি মাঝারি আকারের নক্ষত্র।