Share with your friends

WiFi এর বৈশিষ্ট্য এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ডে ওয়্যারলেস লােকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)। নেটওয়ার্কের জন্য কোন ধরনের ক্যাবলিংয়ের প্রয়ােজন নেই। নেটওয়ার্কে সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে । নেটওয়ার্কের পরিধি বাড়ানাে যায়। কভারেজ এরিয়া সাধারণত ইনডােরের ক্ষেত্রে ৩২ মিটার এবং আউটডােরের ক্ষেত্রে ৯৫ মিটারের মধ্যে হয়ে থাকে। চ্যানেল ব্যান্ডউইথ 52 সাব-ক্যারিয়ারের জন্য 20 MHz নির্দিষ্ট। হাফ ডুপ্লেক্সিং মােড ব্যবহার করা হয়। এর প্রাথমিক ফ্রিকুয়েন্সির ব্যান্ড 2.4 GHz হলেও বর্তমানে এই ব্যান্ড 5.85 GHz পর্যন্ত হয়ে থাকে। ফ্রিকুয়েন্সি ব্যান্ডের জন্য কোন লাইসেন্স বা অনুমােদনের প্রয়ােজন নেই। সিগনাল নয়েজ (signal-to-noise ratio-SNR) সর্বোচ্চ 10dB (decibel)। একাধিক অ্যাক্সেস পয়েন্টের জন্য নেটওয়ার্ক রােমিং সুবিধা রয়েছে। বাধামুক্ত সিগন্যাল ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের অ্যানক্রিপশন সুবিধা রয়েছে। এতে ৬৪ চ্যানেলের OFDM (Original frequency-division multiplexing) এবং MIMO (Multiple-input and multiple-output) টেকনােলজি ব্যবহার করা হয়। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের জন্য CSMA / CA (Carrier Sense Multiple Access with Collision Avoidance) প্রটোকল ব্যবহার করা হয়। 802.11b এবং 802.11g স্ট্যান্ডার্ডের জন্য ফ্রিকুয়েন্সি হােপিং সুবিধা প্রদান করে।