শেয়ার করুন বন্ধুর সাথে

ব্লুটুথের বৈশিষ্ট্য/সুবিধা • স্বল্প দূরত্বে ব্যবহৃত ওপেন ওয়্যারলেস প্রটোকল। • স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের (UHF-Ultra High Frequency) রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। • এটি PAN এর ওয়্যারলেস ভিত্তিক নেটওয়ার্ক অর্থাৎ WPAN • এর ফ্রিকুয়েন্সি ব্যান্ড 2.4 GHz • নেটওয়ার্ক কভারেজ এরিয়া ১ থেকে ১০০ মিটার পর্যন্ত। • ব্লু-টুথ সাধারণত কনফিগার করতে হয় না। • বিদ্যুৎ খরচ কম। • ডিভাইসগুলাের মধ্যে কোনাে বাঁধা থাকলেও যােগাযােগে কোন অসুবিধা হয় না। • নেটওয়ার্ককে ব্যবহারকারী নিয়ন্ত্রণের জন্য পাসওয়ার্ড ব্যবহার করা যায়।