করোনা ভাইরাস এর কারনে ফরয সালাত বাসায় পড়া যাবে। তবে এই ভাইরাসকে উযর হিসাবে দেখতে হবে। কেননা, বিনা উযরে মসজিদের জামাতে শরিক না হলে গুনাহ হয়। (এলাউস সুনানঃ ৪/১৬৬; আহসানুল ফাতাওয়াঃ ৩/২৭১) আর জামাত ছেড়ে দেয়ার ব্যাপার ভীত ব্যক্তিকে মাযুর হিসবে গণ্য করা হবে। কেননা রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, উযর হল, ভয় অথবা অসুস্থতা।’ আর ভয় তিন প্রকার- প্রাণের ভয়, সম্পদের ক্ষতির ভয় বা পরিবারের ক্ষতির ভয়। (আল মুগনীঃ ১/৩৬৬) সুতরাং অসুস্থতার কারণে, অনুরূপভাবে নিজের ক্ষতির ভয় (যেটা করোনা ভাইরাস এর কারনে হতে পারে), সম্পদের বা পরিবারের ক্ষতির আশঙ্কা থাকলে কিংবা অন্য যুক্তিসঙ্গত উযর থাকলে অথবা যদি মুসাফির হয় তাহলে মসজিদে জামাতে না গিয়ে বাসা-বাড়িতে নামায পড়ার অনুমতি আছে।