শেয়ার করুন বন্ধুর সাথে

ফটো ডায়ােডের ব্যবহার (ক) রিলে সার্কিট পরিচালনার ক্ষেত্রে, (খ) কম্পিউটারের পাঞ্চ কার্ড দ্রুত পড়ার ক্ষেত্রে, (গ) স্বয়ংক্রিয়ভাবে কোনাে আলাের ব্যবস্থা নিয়ন্ত্রণে, (ঘ) চলমান কোনাে বস্তুর সংখ্যা নিরূপণে, (ঙ) চলচ্চিত্র ও ফিল্মের শব্দ পুনঃউৎপন্নের ক্ষেত্রে, (চ) ফটোইলেকট্রিক রেজিস্টর নিয়ন্ত্রণের কাজে, (ছ) ভােল্টেজ ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহার করা হয়।