শেয়ার করুন বন্ধুর সাথে

স্পিকার নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয়। যথা: (ক) বিবর্ধিত ইলেকট্রিক্যাল শক্তিকে মানুষের শ্রবণযােগ্য শব্দ শক্তিতে রূপান্তরিত করার কাজে ব্যবহার হয়। (খ) রেডিও, টেলিভিশনে শব্দ তরঙ্গ উৎপাদনের জন্য। (গ) পাবলিক অ্যাড্রেস সিস্টেম, টেপ রেকর্ডার, কম্পিউটার অ্যামপ্লিফায়ারে মানুষের শ্রবণযােগ্য শব্দ উৎপাদনে। (ঘ) টেলিকমিউনিকেশন যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়।