শেয়ার করুন বন্ধুর সাথে

ইন্টারফেস এর প্রয়ােজনীয়তাঃ ১. ইনপুট ডিভাইস হতে সিপিইউ তে ডেটা ইনপুট করা ও সিপিইউ হতে ফলাফল আউটপুট ডিভাইসে পাঠানাের কাজকে নিয়ন্ত্রণ করতে ইন্টারফেসের প্রয়ােজন। ২. সিপিইউ এর গতির সাথে ইনপুট ও আউটপুট ডিভাইসের গতিকে সিনক্রোনাইজ করার জন্য ইন্টারফেস প্রয়ােজন হয়। ৩. কোনাে ইনপুট/আউটপুট ডিভাইস ডেটা স্থানস্তরের জন্য প্রস্তুত কিনা তা সিপিইউ ইন্টারফেসের মাধ্যমে বুঝতে পারে। ৪. ইন্টারফেস এক ধরনের স্ট্যাটাস ফ্ল্যাগ ধারণ করে যার মাধ্যমে প্রসেসর বুঝতে পারে ডেটা বাফার ডেটা দ্বারা পূর্ণ না অপূর্ণ। ৫. ইন্টারফেসের মাধ্যমে বিভিন্ন প্রকার বাস ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য ফরমেট পরিবর্তন করে থাকে। মাইক্রোকম্পিউটার সিস্টেমের সাথে ইনপুট/আউটপুট যন্ত্রসমূহকে চার ভাবে সংযুক্ত করা যায়। যথা— ১. শ্রেণী সংযােগ পেরিফেরাল ইন্টারফেস (Serial peripheral interface) ২. সমান্তরাল পেরিফেরাল ইন্টারফেস (Parallel peripheral interface) ৩. স্ক্যাজি পেরিফেরাল ইন্টারফেস (SCSI peripheral interface) ৪. ফায়ারওয়্যার পেরিফেরাল ইন্টারফেস (Fireware peripheral interface)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ