Call

সাধারণত কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণের মধ্যে কয়েকটি হচ্ছে কাজের মাঝে হঠাৎ কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া,ঘন ঘন রিবুট হওয়া অর্থ্যাৎ একাই বন্ধ হওয়া আবার একাই চালু হওয়া ইত্যাদি(তথ্যসূত্র:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-৮ম শ্রেণি)।যেহেতু এ লক্ষণগুলো প্রকাশ পেয়েছে।সুতরাং আপনার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে।এর সমাধানে আপনি এন্টিভাইরাস আপডেট করুন ও উন্নতমানের এন্টিভাইরাস ব্যবহার করুন। ধন্যবাদ

Call

আপ‌নি নতুন ক‌রে উই‌ন্ডোস সেটাপ দিন । তাহ‌লে ঠিক হ‌তে পা‌রে। আমার পি‌সি‌তে এই ধর‌ণের সমস্যা হ‌য়ে‌ছিল, উই‌ন্ডোস সেটাপ দেওয়ার পর ঠিক হ‌য়ে‌ছিল।

Call

স্বপন ইসলামের উত্তরের সাথে সহমত যানিয়ে বলছি।

আপনি আপনার কম্পিউটারের RAM খুলে পরিষ্কার করে লাগিয়ে দেখতে পারেন। হয়তো তাতে সমাধান পাবেন।

অথবা, ···এই উত্তরটি দেখুন,