Call

আপনাকে যদি বলা হয় কে বলেছে যে ভাত/চাল,মাংস খাওয়া যাবে? তাহলে উত্তর হবে যে আমাদের বিবেক থেকেই এটি খাওয়ার কথা বলা হয়েছে। তেমনইভাবে হিন্দু ধর্মের বিভিন্ন মূর্তির তাদের ভগবান বিভিন্ন মানতেছে। প্রতিটা মূর্তির পিছনে কোন না কোন ব্যক্তিকে নির্দেশ করে। একটা উদাহরণ দিলেই স্পষ্ট হবেন :- আমাদের গ্রামের কুসংস্কার আচ্ছন্ন অনেক ব্যক্তিদের মধ্যে দেখা যায় তারা বিভিন্ন মানুষকে পীর মানে এবং তাদের সেই পীরের কাছে এসে সাহায্য ভিক্ষা করে,তাদের জন্য খাবার নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি করে (যদিও সেটা ভগবানের সাথে তুলনা করে হয় না)। কিন্তু কে বলেছে উনাদের সাহায্য কাছে আসার জন্য এবং সাহায্য ভিক্ষা চাওয়ার জন্য। শুধু মাত্র তাদের ছোট-খাটো একটু গুণের জন্য অনেকেই উনাদের কাছে আসছে। ঠিক তেমনইভাবে হাজার হাজার বছর পূর্বের কোন একজনের ক্ষমতার জন্য তাদেরকে সেখান থেকে ভক্তি করছে এবং উনারা না থাকার কারণে তাদের মূর্তি দিয়ে পূজা করছে। আর হিন্দুরা বিশ্বাস করছে যে এটি তাদের সকল সমস্যার সমাধান করবে। আসলে সঠিক তথ্য যদি দিতে হয় তাহলে হাজার হাজার বছর আগে চলে যেতে হবে কিন্তু আমার তথ্যটুকু শুধুমাত্র যুক্তির উপর নির্ভর।না বুঝলে মন্তব্য করবেন।