বাস্তবতা হচ্ছে ভগবান/ইশ্বর/সৃষ্টিকর্তা বিনা কারনে কাউকে কিছু দেন না, মানুষের কর্ম অনুয়ায়ী ফল পায় মাত্র তাই নিজের ইচ্ছা পুরনের জন্য যথাযথ উপায়ে সর্বোত্তম চেষ্টা করুন অবশ্যই সফল হবেন। 

সৃষ্টিকর্তার সকল সৃষ্টি সৃষ্টিকর্তার নিকট সমান । আপনাকে যেমন করে রক্ত মাংস দিয়ে সৃষ্টি করেছেন , তেমনভাবে বিশ্বের প্রত্যেককেই সৃষ্টি করেছেন । সকলকে যেমন কোন কিছু করার , ভাববার কিংবা চাওয়ার ক্ষমতা দিয়েছেন তেমনি আপনাকেও তা দেয়া হয়েছে । যেহেতু সৃষ্টিকর্তা সকলের জন্যই সমান তাই আপনি চাওয়ার মতো করে চাইলে অর্থাত্‍ আপনার মনের গভীর থেকে ভক্তি করে চাইলে উনি আপনাকেও আপনার আরাধ্য বস্তু প্রদান করবেন । তবে আপনার চাওয়ার মধ্যে থাকতে হবে বিশুদ্ধতা ।