স্বামী যদি মুসলিম হয় এবং স্ত্রী, কন্যা ও পুত্র যদি অমুসলিম হয় তাহলে ইসলামী আইন মতে স্বামী মারা যাওয়ার পর তার অমুসলিম স্ত্রী, পুত্র এবং কন্যারা তার থেকে কোনো মিরাস পাবে না। বরং সম্পূর্ণরূপে বঞ্চিত হবে। যদি তার মুসলিম ওয়ারিশ থেকে থাকে তাহলে তারা তার মিরাস পাবে। কারণ মিরাস তথা ত্যাজ্য সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে উভয়ের ধর্মীয় সমতা আবশ্যক। ফাতাওয়া মাহমূদিয়া ৩০/২৮৫