অবশ্যই নিতে পারবে ।।

দায়িত্ব নিলেই কি নিজের মায়ের মত কি নেবে।

তাহলে নিজের মা আর সৎমা বলছে কেন ।

কিন্তু বর্তমানে ইসলাম ধর্মে প্রচুর পরিমানে স্বামী স্ত্রী ছাড়া ছাড়ি হয়। ধরেন স্বামী স্ত্রী   তাদের দুইটা সন্তান রয়েছে । কোনো কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তারা আরার প্রত্যকে আবার নতুন করে বিয়ে করে সংসার আরম্ভ করে । তাদের সেই সন্তান দুইটি না ফেল তার বাবাকে না ফেল মাকে । একবার বাবুন তো নিজের মা বাবাকে ছাড়া কেমন থাকে সন্তান দুইটি । 

বিয়ে মানে কী ?

বিয়ে মানে হলো :

দুইটি হৃদয়ে পবিত্র বন্ধন । যার মাধ্যমে স্বামী স্ত্রী জীবন মরনের সুখ দুঃখ বাগাবাগি করে নেওয়া । 

বর্তমানে বিয়ে হচ্ছে পেলের জোর আছে যত ইচ্ছা তত বিয়ে করা ভালো লাগতাছে না তালাক দিয়ে দাও।

এই সব যারা করে তারা হচ্ছে প্রকৃত ঝাড়জ যাদের মা বাবার কোনো ঠীক নেই।

এইসব লোক গুলো জুতার মালাদেও।।।


ইসলামে এ ক্ষেত্রে কোনোরূপ বাধা নেই। দ্বিতীয় স্ত্রী তার স্বামীর সন্তান লালন-পালন করাতে সমস্যা নেই।