মনে করেন আমি একটা মাসয়ালা সম্পর্কে জানতে পারলাম। এখন সেই মাসয়ালার নিচে কিছু হাদিসের রেফারেন্স দেওয়া থাকে যেমন - বুখারি ২/১০২, নং ১৩৭৭। এখন আমার প্রশ্ন হচ্ছে যে "২/১০২" দ্বারা আসলে কি বুঝানো হয়? প্লিজ উত্তরটা দেন।
শেয়ার করুন বন্ধুর সাথে

২/১০২ এর মানে হলো, দ্বিতীয় খন্ডের ১০২ নং পৃষ্ঠা। নং ১৩৭৭ মানে, হাদীস নং ১৩৭৭।