RanaRana

Call

.বৃটিশ পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং গণিতজ্ঞ টনি লুইস ডি/এল মেথড বাডাকওয়ার্থ-লুইসপদ্ধতির প্রধান প্রবক্তা। প্রথমত, বৃষ্টি বা অন্যান্য কারণে যদি ম্যাচের পুরো ওভার শেষ করানা যায়, তাহলে ডিএল মেথড ব্যবহারকরা হয়। এই মেথড ওয়ানডে এবংটি-টুয়েন্টি ক্রিকেটে ব্যবহার করা হয়।ডিএল মেথড অনুযায়ী কোনোওয়ানডে ম্যাচের ফল তখনইঘোষিত হবে যখন উভয় ইনিংসেকমপক্ষে ২০ ওভার করে খেলা হবে।.যদি প্রথম ইনিংসে কোনো বিঘ্নঘটে, যাতে প্রথম ইনিংস শুরুর পরেসেটাকে রিডিউস করা হয়, কিন্তু সেইরিডিউসড ওভারের সমান ওভারইদ্বিতীয় ইনিংসে খেলতে দেয়া হয়তখন প্রথম ইনিংস শেষে দ্বিতীয়ইনিংসের টার্গেট পুনরায় সেট করাহয়। এটা হাতে কত ওভার ছিল, কতরান হয়েছে আর কত উইকেট ছিলএটার উপর ভিত্তি করে করা হয়।সাধারণত এসব ক্ষেত্রে টার্গেটবাড়ানো হয় দ্বিতীয় ইনিংসে,কেননাপ্রথম ইনিংসের কিছুটা অংশ জুড়েব্যাটিং দল ভেবেছিল তাদের হাতেআরও ওভার আছে। সেক্ষেত্রেআগে জানলে তারা আরও দ্রুতরান নেয়ার উদ্দেশ্যে ব্যাটিং করতেপারতো। সেই রানটা ব্যালান্স করেদেয়া হয় টার্গেট পুনর্নির্ধারণ করেবাড়িয়ে।.যদি দ্বিতীয় ইনিংসে কোনো বিঘ্নঘটে এবং এর জন্য দ্বিতীয়ইনিংসের ওভার সংখ্যা কমাতে হয়,তাহলে ডিএল মেথড অনুযায়ী হাতে থাকা রান, ওভার ও উইকেট অনুযায়ীতাদের টার্গেট পুনর্নির্ধারণ করাহয়।প্রশ্ন আসতেই পারে এই নির্ধারণকিসের ভিত্তিতে করা হয়? এটা করাহয় “রিসোর্সের” ভিত্তিতে। এই রিসোর্স হল হাতে থাকা ওভার এবংউইকেট মিলিয়ে একটা পার্সেন্টেজ। ডিএল মেথড যেভাবে অ্যাপ্লাই হবেঃ ১. ইনিংসের শুরুতে রিসোর্সপার্সেন্টেজ যত ছিল ২. বিরতির ফলে যেটুকু রিসোর্স নষ্ট হবে ৩. বাকি যা রিসোর্স থাকবে. উদাহরণঃ প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ২৫০ রান করলো। চেজ করতে নেমে বাংলাদেশ ৪০ ওভারে ৫ উইকেটে১৯৯ রান করলো এমন অবস্থায় বৃষ্টিতে খেলা স্থগিত হয়ে গেল। এখানে, ভারত পুরো ৫০ ওভারে খেলেছে, তাই তাদের রিসোর্স=১০০%বাংলাদেশের ইনিংসের শুরুতে রিসোর্স ছিল = ১০০% ৪০ ওভার শেষে বাংলাদেশ৫ উইকেট হারিয়েছে,টেবিল অনুযায়ী তাদেররিসোর্স বাকি = ২৬.১% অর্থাৎ বাংলাদেশের এর মোট ব্যবহৃত রিসোর্স = ১০০-২৬.১=৭৩.৯%. এখানে বাংলাদেশের রিসোর্স ভারত থেকে কম, সুতরাং বাংলাদেশের টার্গেট হবে মেইন টার্গেটের ৭৩.৯/১০০ গুণ।. ভারতের স্কোর ছিল ২৫০, তাই বাংলাদেশের এর টার্গেট হবে২৫০x৭৩.৯/১০০=১৮৪.৭৫=১৮৫. যেহেতু বাংলাদেশ ১৯৯ রান করেছে, তারা ১৮৫ থেকে ১৪ রানবেশি করেছে, ফলে তারা পরে ব্যাটিং করা সত্বেও ১৪ রানে বিজয়ী হবে। নিয়মটা আসলেই অনেক জটিল, বর্তমানে ডিএলমেথডের ক্যালকুলেটর আছে যেখানে শুধুমাত্র রান, উইকেটআর ওভার সংখ্যা বসিয়ে দিলেই সেটি টার্গেট নির্ধারণ করে দেয়।