মিলিয়ন ও বিলিয়ের হিসাব টা বুঝিয়ে দেন প্লিস।
শেয়ার করুন বন্ধুর সাথে
Masumakonda

Call

১০ লাখে ১ মিলিয়ন ১০০ লাখে এক কোটি = ১০ মিলিয়নে ১ কোটি ১০০ কোটিতে ১ বিলিয়ন = ১০০০ মিলিয়নে ১ বিলিয়ন লাখ বা কোটি নামের এককগুলা শুধু দক্ষিণ এশিয়াতেই ব্যবহার হয় । এই এককগুলো সাধারণত ১০০ গুন করে বাড়ে, মানে হাজার এর ১০০ গুনে লাখ, লাখের ১০০ গুনে কোটি, কোটির ১০০ গুনে বিলিয়ন । অন্যদিকে পশ্চিমে চলে ১০০০ গুন করে বাড়া একক । হাজারের ১০০০ গুনে মিলিয়ন মিলিয়নের ১০০০ গুনে বিলিয়ন বিলিয়নের ১০০০ গুনে ট্রিলিয়ন