julhas

Call

হ্যা জাযেজ আছে, হযরত আবু হুরাইরা (রা:) হতে বর্ণিত, একদিন হযরত আবু হুরাইরা রা: নবীজির কাজ থেকে যেথে অনেক দেরি করেন সে কারনে আবু হুরাইরা মা তাকে অনেক মারেন, আবু হুরাইরা মা জিজ্ঞাস করলেন তুমি কোথায় ছিলে, আবু হুরাইরা বলেন,যে কদম স্পর্শ করলে জীবন ধন্য হয়।এ কথা শুনার পর তার মা তাকে অনেক মারেন। তার মা বলেন, আমার ঘর ছাড়বি না কি হযরত মুহাম্মদ এর ঘর ছাড়বি।আবু হুরাইরা বলেন আপনার ঘর ছাড়তে পারি সারা দুনিয়া ঘর সাড়াতে পারি হযরত মুহাম্মদ এর ঘর ছাড়ব না।এ কথা শুনে তারর মা থাকে আর ও মারেন। মা ছিলেন মুসরিকা। হযরত আবু হুরাইরা নবীজির কাছে এসে কাঁদতে লাগলেন, নবীজির প্রশ্ন করলেন কাঁদ কেন আবু হুরাইরা বলেন মা আমাকে মারছেন। নবীজি বলেন মা মারছেন সে কারনে আমার কাছে নালিশ করছ তা আমি করতে পারবা না। নবীজি আবার প্রশ্ন করলেন তুমু কি কোনো গুশতাকি করেছ? আবু হুরাইরা বলেন না নবীজি আমি আপনার কদম থেকে যেথে দেরি হয়েছিল তাই আমার মা আমাকে মারেন।আবু হুরাইরা বলেন, নবীজি আমি নালিশ করতে আসিনি আমি জানি আপনি যদি দোয়া করেন আল্লাহ তা কবুল করেন। অনেকে বলে মায়ের পা ধরে সালাম করা ঠিক না তবে আমি বলব, আপনি যখন বুর জুতা পরেন তখন কি মাথা উপরে রাখেন? আশা করি বুঝতে পেরেছেন।