ওয়াই-ফাই রাউটারে কি সিম ব্যবহার করতে হয়।নাকি অন্য কোনোভাবে ব্যবহার করা যায়?
শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়াই-ফাই রাউটারে সরাসরি ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাবল সংযোগ হয় তার পর রাউটার থেকে পি.সি বা মোবাইলে ইন্টারনেট শেয়ার করা হয়। আপনি মডেমে সিম দিয়ে ইন্টারনেট কানেক্ট করে পরবর্তিতে ইউ.এস.বি ওয়াই-ফাই রাউটারের মাধ্যম্যেও অপরকে ইন্টারনেট শেয়ার করতে পারেন।