শেয়ার করুন বন্ধুর সাথে

অতিরিক্ত যেকোন কিছুই ক্ষতিকর। অতিরিক্ত ঘাম। বিশেষ করে গরমের সময় এই সমস্যাটি বেশি দেখা দিয়ে থাকে,গরমে রোদের আলোতে দেহে যেমন ঘাম হয় তেমনি অনেকের মুখেও ঘাম হয়ে থাকে,এর কারণে দেখা দেয় মুখের ত্বকে সমস্যা,মুখে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে ত্বকে অনেক ময়লা জমে এবং মুখ খুব তৈলাক্ত দেখায় যার জন্য মুখে ব্রন,হোয়াইট হেডস,ব্ল্যাক হেডস ইত্যাদি সমস্যা দেখা দেয়।