শেয়ার করুন বন্ধুর সাথে

পার্টির কথা শুনলেই মনের মধ্যে এক ধরনের অন্যরকম উত্তেজনার সৃষ্টি হয় আর সবার আগেই মনে হয় সাজগোজের কথা। কোন ড্রেসটা পড়তে হবে আর তার সাথে মিলিয়ে চোখের সাজতো আছেই। তবে সবাই পার্টিতে একটু ঝলমলে সাজ সাজতেই বেশী পছন্দ করে। এক্ষেত্রে চোখের সাজটা একটু হাইলাইট হলে অন্যান্য সাজ একটু হালকা করে সাজলে অনেক সুন্দর লাগবে। চোখের উপরে একটু সোনালী আভা আপনার সাজকে করে তুলবে আরো আকর্ষনীয় ও সুন্দর। আজকে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে সোনালী ও তামাটে রঙের ছটায় করবেন চোখের পার্টি মেকআপ। এই সাজের জন্য যেসব উপকরন লাগবেঃ তামাটে অথবা উষ্ণ বাদামী আইশ্যাডো, চকচকে সোনালী আইশ্যাডো, সাদা অথবা রুপালী শ্যাডো, আইলাইনার, মাস্কারা, ব্লেন্ডিং ব্রাশ এবং ফাউন্ডেশনার। পারফেক্ট মেকআপ শুরু হয় ভালো বেস দিয়ে। প্রথমে আপনার মুখ ভালোভাবে ধুয়ে ভালোভাবে ধুয়ে একটু ভালো অয়েল ফ্রী ফাউন্ডেশন লাগিয়ে নিন। কারন বেস ভালো না হলে মেকআপ মুখে ঠিকভাবে বসে না। প্রথমে আপনার চোখের পাতার ভাজের মধ্যে ছোট লোমোয়ালা ব্রাশ দিয়ে তামাতে অথবা বাদামী আইশ্যাডো একটা লাইন করে লাগিয়ে চোখের ভাজটা ঢেকে নিন। এবার একটু লম্বা ব্রাশ দিয়ে সোনালী আইশ্যাডো লাগিয়ে নিন। এটি লাগানোর সময় চোখের মাঝখান থেকে যেখানে তামাটে শ্যাডো লাগানো হয়েছে তার নিচের দিকে চোখের পাতা পর্যন্ত লাগিয়ে নিন। এরপর আবার তামাটে শ্যাডো দিয়ে চোখের ভাজের একটু উপরে ও সোনালী শ্যাডোর সাথে ঘেষে ক্যাট-আই স্টাইল এ লাগিয়ে নিন। একটা নরম ব্রাশ ব্যাবহার করে শ্যাডো গুলো ভালো ভাবে ব্লেন্ড করে নিন। এরপর আবার তামাটে আইশ্যাডো একটা চিকন ব্রাশ এ লাগিয়ে চোখের নিচের পাতায় ভেতর থেকে বাইরের দিকে লাগিয়ে নিন। চোখের কোনার দিকটা বেশী হাইলাইট করুন। এরপর চোখের উপরের পাতায় জেল আইলাইনার দিয়ে দাগ টেনে নিন। এবার একটা কাজল দিয়ে চোখের নিচের পাতায় ও উপরের পাতার ভেতর দিকে কাজল দিয়ে চোখ একে নিন। সবশেষে মাস্কারা দিয়ে সাজ সম্পুর্ন করে নিন। সাজ শেষ হয়ে গেলে অন্য একটা মোটা ব্রাশ এ করে ওই একি রঙের শ্যাডো আপনার গালে হাল্কা করে লাগিয়ে নিন। এরপর আপনার পছন্দের লিপগ্লস লাগিয়ে নিলেই আপনি পার্টির জন্য সম্পুর্ন তৈরী হয়ে যাবেন।