শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমাদের সবার গায়ের রং উজ্জ্বল বা ফর্সা হয় না ঠিকই, তবে মনে মনে সবারই ফর্সা হওয়ার একটি সুপ্ত বাসনা ঠিকই কাজ করে। প্রায় সময়ই আমরা রূপচর্চার মাধ্যমে উজ্জ্বল ত্বক পেয়ে থাকি কিন্তু রূপচর্চার এই দীর্ঘ সাধনা অনেকেরই পছন্দ হয়না। তবে কালো হোন বা ফর্সা ত্বকের ইনস্ট্যান্ট সজীবতা বিশেষ প্রয়োজন, সতেজ চেহারায় যে কোনো সাজেই স্নিগ্ধ লাগে l তবে মেকআপের আগে ত্বকের সজীবতা এবং উজ্জ্বলতা আনতে নিম্নের বিশেষ প্যাকগুলো গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে মূলত, চেষ্টা করে দেখতে পারেন l টমেটোপ্যাক : প্রথমে এক টেবিল চামচ টমেটো রস নিন, হাফ টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ গোলাপ জল নিন। সব উপাদান একসাথে মিশিয়ে নিয়ে আপনার মুখে ও গলায় লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ফর্সা ত্বক। শসাপ্যাক : দুই টেবিল চামচ শসার রস ও তিন থেকে চার ফোঁটা গোলাপজল এক সাথে মিশিয়ে একটি ফেস প্যাক বানান। এরপর এই প্যাকটি আপনার মুখে ও গলায় ম্যাসাজ করুন ও ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনাকে ইনস্ট্যান্ট ফর্সা ত্বক পেতে সাহায্য করবে। স্ট্রবেরি ফেসপ্যাক: ২ থেকে ৩ টি স্ট্রবেরি পেস্ট করে আপনার মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পড় ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনাকে উজ্জ্বল ও পরিষ্কার ত্বক পেতে সাহায্য করবে। আপেল প্যাক : এক টেবিল চামচ আপেল জুস নিন ও এর সাথে হাফ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানান। আপনার মুখে এই প্যাকটি ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সব ধরণের ত্বকের জন্য উপযোগী। কলার ফ্রুট মাস্ক : একটি কলার অর্ধেকটা নিয়ে তার সাথে দুই টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। আপনার মুখে ও গলায় হালকা ম্যাসাজ করে ২০ মিনিট পড় ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্যবহার করে আপনি পাবেন সুন্দর উজ্জ্বল ত্বক। আপনার পছন্দ অনুযায়ী প্যাকগুলো ব্যবহার করেই দেখুন, ইনস্ট্যান্টলি উজ্জ্বল ফর্সা ত্বক পেতে এই প্যাকগুলোর বেশ ভালোই l আর হ্যা, যেকোনো প্যাক লাগানোর আগে অবশ্যই মুখে বরফ ঘষে নিতে হবে, তাহলে যাদের সেনসিটিভ ত্বক তাদের ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া হবার সম্ভাবনা কমে যায় l

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ