Porimolray

Call

যদি সে গর্ভবতী হতো তবে টেষ্টে পজেটিভ আসত।যেহেতু আসে নাই এবং মাসিক হচ্ছে না এবং সাথে বমি করছে সুতরাং আপনার উচিত হবে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া।সেখানে আল্ট্রাসনোগ্রাফি করে সঠিক তথ্য পেতে পারেন সে আদোও গর্ভবতী কিনা?* যদি গর্ভবতী না হয় তবে তার হরমোনের প্রবলেম/অন্য শারীরিক জটিলতা আছে।এক্ষেত্রে গাইনী/যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Jamiar

Call

যেহেতু দুই মাস পর রেজাল্ট নেগেটিভ আসে তাহলে সে প্রেগন্যান্ট নয়। আর মাসিক না হওয়ার জন্য শারীরিক সমস্যা কারণে নাও হতে পারে  নিচে দেখুন 


মাসিক না হওয়ার কিছু কারণ:

মুত্রথলিতে ইনফেকশন হলে।

অনিয়মিত মাসিক হলে।

গর্ভে সন্তান আসলে।

শরীরে অতিরিক্ত মেদ জমলে বা অতিরিক্ত মোটা হলে।

হরমোন জনিত সমস্যা থাকলে।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে।

প্রজনন অঙ্গে কোন ধরণের শারীরিক সমস্যা থাকলে।

শরীরে প্রয়োজনের থেকে কম ফ্যাট বা চর্বি থাকলে।

হঠাৎ করে এবং দ্রুততার সাথে ওজন কমতে থাকলে মাসিক বন্ধ হয়ে যেতে পারে।


তাই আপনি যত দ্রুত পারেন গাইনি ডাক্তার এর কাছে চিকিৎসা নিন।