Jamiar

Call

৪৭ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করলে সঠিক রেজাল্টই হবে।তবে আপনি গাইনি ডা: এর পরামর্শে আলট্রাসনোগ্রাফি করুন তাহলে নিচ্ছিৎ হতে পারবেন। যেহেতু রেজাল্ট নেগেটিভ হয়েছে তাই আপনার অনিয়মিত মাসিক হতে পারে নিচে দেখুন অনিয়মিত মাসিক এর কিছু লক্ষন প্রতিমাসে নিয়মিত ঋতুস্রাব হয় না। এক মাসে রক্তপাত হলে হয়তো আরেক মাসে হয় না। অনেকের ক্ষেত্রে দুই-তিন মাস পরপর হয়ে থাকে।

ঋতুস্রাব বেশি সময় ধরে হয়। কখনো অল্প রক্তপাত হয় আবার কখনোও বেশি হয়।
সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পায়।
অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে।
এ ছাড়া মেজাজ খিটখিটে থাকা এবং অস্বস্তিবোধ তৈরি হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে|অথচ ৪৭ দিন ধরে পিরিয়ড বন্ধ আছে|কোন শারীরিক জটিলতার কারণে হয়তো এমনটা হচ্ছে| তাই গাইনী ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট গ্রহণ করেন|আশা করি সমাধান পেয়ে যাবেন| আরো একবার প্রেগন্যান্সি টেস্ট করে পূনরায় নিশ্চিত হতে পারেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

আপনি দেরি না করে একজন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনি সম্ভবত ইমার্জেন্সি পিল খেয়েছিলেন। অনেক সময় দেখা যায় এতে পিরিয়ড এর তারিখ পরিবর্তন হয়। টেনশন করলে বরং উচ্চ রক্তচাপ এর সমস্যা হতে পারে। যেহেতু একবার চেক করেছেন তার পর ও আরেক বার লেডিচেক দিয়ে পরীক্ষা করে দেখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ