অনেক কারনে মাসিক স্রাব বন্ধ হতে পারে ৷ যেমন - আয়রনের অভাব, ভিটামিনের অভাব, পর্যাপ্ত ঘুম না হলে, অতিরিক্ত টেনশন করলে, শারীরিক পরিশ্রম না করে শুইয়ে শুইয়ে থাকলে, জন্মনিরোধক পিল খেলে বা ইনজেকশন নিলে মাসিক স্রাব বন্ধ হতে পারে ৷ এছাড়া অনেক সময় ওভারিয়ান সিস্ট, ফাইব্রয়েড, টিউমার হবার কারনে ও মাসিক স্রাব বন্ধ হতে পারে ৷ তাই অভিজ্ঞ গাইনি ডাঃ এর পরামর্শ নিয়ে USG of W/A করান তাহলে সমস্যা কোথায় বুঝা যাবে ৷

Jamiar

Call

আপনি গাইনি ডা: এর কাসে যেতে পারেন।