আমি freelancing এর কাজ শিখতে চাই। I am totally new.   computer ভালোমতো জানা আছে+English communication এ experience আছে। আমি এই step এ একদম নতুন। আমি চাচ্ছি বাসায় বসে যে কোন একটি course এর অনুশিলন করতে। এখন আমি  এই course গুলোর full tutorial গুলো কি cd/dvd আকারে কোন institute থেকে কিনতে পারব?আর কোথায় পেতে পারি বিস্তারিত জানালে উপকৃত হবো। যেহেতু আমি নতুন তাই আমাকে এমন একটা course suggest করবেন যেটা শিখলে আমি online থেকে income করতে পারব। মানে বলতে গেলে net এ search করে দেখতে পেলাম web design /web development /graphics design /app development /seo আমি কোনটা নিলে ভালো করতেে পারব?আর আমি course গুলোর complete class গুলো dvd /cd কিনতে চাই। এরকম কি কোথাও পাব?
Share with your friends
Anynomous

Call

আপনি যেহেতু নতুন আমি আপনাকে গ্রাফিক্স ডিজাইনে প্রথমে পা না বাড়ানোর জন্যেই পরামর্শ দেব। কারন এখানে কখনো কখনো এমন কাজ পাবেন। ক্লায়েন্ট আপনাকে সহ আরো অনেক কে একই কাজ দিয়ে বলতে পারেন যারটা বেশি ভালো হবে তারটাই গ্রহন করা হবে এবং পারিশ্রমিক দেওয়া হবে। এতে আপনি ৫-৬ ঘন্টা কাজ করার পর যদি ক্লায়েন্ট আপনার টা গ্রহন না করেন তাহলে আপনার খারাপ লাগবে। তাও আপনার আগ্রহ থাকলে আপনি শিখতে পারেন। আমি আপনাকে প্রথমে ওয়েব ডিজাইন শিখার পরামর্শ দেব। এক্ষেত্রে আপনি আইটি বাড়ির ডিভিডি কোর্সগুলো প্রথমে করতে পারেন। আপনি অর্ডার করলে তারা আপনার কাছে ডিভিডি পাঠিয়ে দিবে। তারপর Udemy এর কোর্সগুলো করতে পারেন। আর আপনি একজন ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারলে আপনার ইচ্ছা থাকলে ওয়েব ডেভেলপার হতে পারেন। তবে ডিজাইনার না হলে ডেভেলপার হতে পারবেন না। এবং আপনি Seo শিখতে পারেন আপনার ইচ্ছাতে। আইটি বাড়ি seo এর ভিডিও কোর্সও বিক্রি করে।তাদের তৈরি করা ভিডিও ডিভিডিতে করে আপনাকে পাঠিয়ে দেবে। অথবা আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করে টাকা পেমেন্ট করলে তারা আপনার গুগল ড্রাইবেও ভিডিও গুলো শেয়ার করে দিয়ে দিতে পারে। আপনি সেগুলো ডাউনলোড করে শিখতে পারেন। ধন্যবাদ

ডিভিডি কিনে কাজ শেখার জন্য সবথেকে সেরা ভিডিও গুলো পাবেন আইটি বাড়ি থেকে।

আমার ব্যাক্তিগত মতামত হিসেবে আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন।

বর্তমান বাজারে এই সেক্টিরের চাহিদা প্রচুর।

আপনাকে একটি লিঙ্ক শেয়ার করতেছি। পোস্টটা সম্পুর্ন পড়ুন। আশাকরি অনেক কিছু জানতে পারবেন।

লিঙ্কঃ এখানে