অামী দশম শ্রেণীতে পড়ি ৷ লক্ষ A+ পাওয়ার ৷ কিন্তু রোজা অাসার পর থেকে রুটিন অনুযায়ি পড়তে পাড়ছিনা ৷ নামাজ পড়ি , রোজাও রাখি , অার স্কুল বন্ধ ৷ plz কেউ অামাকে একটা রুটিন বানিয়ে দেন ৷ 
Share with your friends
Porimolray

Call

আপনি সকালে রিডিং জাতীয় পড়া গুলো শেষ করবেন বিকালের দিকে পদার্থ রসায়ন,গনিত এর সমমস্যা গুলো করবেন এবং টেস্ট পেপার ফলো করবেন। রাতে যেগুলো গুরুত্বপুর্ন বিষয় সেগুলো পড়ুন **আর যেটুকু পড়বেন তা মনোযোগ দিয়ে পড়বেন

আপনি সেহেরি খেয়ে নামাজ পড়ে ঘুমাবেন এবং ৭ টা বাজে উঠবেন ১০ টা পর্যন্ত পড়বেন,  আবার নামাজ পড়বেন , বিকাল বেলা বিনোদন এর জন্য রাখবেন।  রাতে ইফতারি খেয়ে বিশ্রাম নিয়ে ২ ঘন্টা পড়বেন,  এত টুকুই ইনাফ , আপনার ভালো রেজাল্ট এর জন্য

Call

আপনি সকালে


 ইংরেজী, বাংলা ,আর যে কোন একটি বিষয় রিডিং পড়বেন মনযোগ সহকারে 
ইংরেজী বইটা পড়ার সময় অর্থ বুঝে শুনে পড়বেন থাহলে পড়া টা সহজেই মুখস্ত হয়ে যাবে এবং ভালো ভাবে শিখতে পারবেন ।

বিকালে আপনি গ্রুপের বই গুলো 
ভালো ভাবে পড়ুন ।
পাশাপাশি লেখালেখি করুন ।


আর রাতে 

গনিত বিষয়ের সাথে
অন্যন্য বিষয় গুলো পড়ুন ।
এবং অংক করুন ।