আমি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করব এজন্য কোনটি কিনব এবং ভালো কিছু ল্যাপটপ অথবা কম্পিউটার যেটা freelancing এর জন্য ভালো সেগুলো সাজেস্ট করুন।দাম সহ।
Share with your friends
Call

ফ্রিল্যানসিংয়ের কাজ করতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট সংযোগ দিতে হবে।আর ইন্টারনেট সংযোগ দিলে লেপটপ অনেকটা স্লো কাজ করে।অপরদিকে কম্পিউটার বেশ গতিশীল কাজ করে।তাই,আমার দিক থেকে কম্পিউটার-ই ভালো হবে।

ল্যাপটপ হলেও খারাপ না কিন্তু যদি কম্পিউটার নতুন কিনেন তাহলে কম্পিউটার ভালো হবে।

সবথেকে ভালো হয় ডেস্কটপ কম্পিউটার। এর মাধ্যমে ফ্রিল্যান্সিং এর কাজ নিখুত ভাবে করা যায়।

ল্যাপটপই বেটার আমার মনে হয়।

NirobAhmad

Call

ল্যাপটপ ভালো হবে।

কেননা আপনি যখন কোন জরুরী কাজ করবেন
তখন লোডশেডিং হলে কম্পিউটারে ইউপিএস দিয়ে ত্রিশ মিনিট 
এর মত ব্যাকআপ পাবেন।বিপরীতে ল্যাপটপে আরো অনেক
বেশি সময় ব্যাকআপ পাবেন।
আর বড় কথা হলো,ল্যাপটপ নিয়ে যেকোন জায়গাতেই যেতে
পারবেন।ভ্রমনে কোথাও গেলেন,প্রয়োজনে দুতিন ঘন্টা কাজ
করতে পারবেন।আবার বিনোদনের বাক্স হিসেবেও রাখতে পারবেন।