কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?

সঠিক উত্তর: কমলে কামিনী
দীনবন্ধু মিত্র (১৮৩০ - ১৮৭৩ খ্রি) বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত নাট্যকার। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে - 'নীলদর্পণ' (১৮৬০), 'সধবার একাদশী' (১৮৬৬), 'কমলে কামিনী' (১৮৭৩) , 'নবীন তপস্বিনী' (১৮৬৩) ইত্যাদি। 'ভদ্রার্জুন' হলো তারাচরণ শিকদার রচিত নাটক, যা বাঙালি লিখিত প্রথম মৌলিক নাটক হিসেবে স্বীকৃত।