দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন?

সঠিক উত্তর: নীলদর্পণ
দীনবন্ধু মিত্রের "নীল দর্পণ " নাটক দেখতে এসে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিল। ১৮৭২ সালের ডিসেম্বরে কলকাতায় শুরু হয় ন্যাশনাল থিয়েটার। প্রথম রজনীতে অভিনীত হয় "নীল দর্পণ "। সেখানে বিখ্যাত অভিনেতা অর্ধেন্দুশেখর মুস্তাফি রূপদান করেন চারটি চরিত্রে। তন্মধ্যে অত্যাচারী নীলকর মি.উড এর চরিত্রের অভিনয় দেখে আমন্ত্রিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের জুতা ছুড়ে মারেন। আর সেটাকে অর্ধেন্দুশেখর মুস্তাফি নিজের অভিনয়ের পুরস্কার মনে করে মাথাই তুলে নেন।