দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

সঠিক উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকারের ‘অন্নদামঙ্গল' কাব্যের বিখ্যাত উক্তি। তাঁর আরো কিছু বিখ্যাত উক্তি হলঃ নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেক চাঁদ।