দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন?

সঠিক উত্তর: নাটক
দীনবন্ধু মিত্র ১৮৩০–১ নভেম্বর, ১৮৭৩) ১৮২৯ সালের ১০ই এপ্রিল চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় (উ.মা) এই দিনে তার জন্মদিন পালন করে। দীনবন্ধু মিত্রের পেশা ছিল নাট্যকার। তিনি নাটক নিয়ে লেখালেখি করতেন। নীলদর্পণ, সধবার একাদশী তার লেখা গ্রন্থ।