তরুনাস্থিদ্বারী হাঙ্গর মাছে কোন জাতীয় আইঁশ থাকে?

সঠিক উত্তর: প্ল্যাকয়েড
মাছের আঁইশঃপ্রধানত ৫ প্রকার —কসময়েড (Cosmoid) আঁইশ (লাঙ্গফিশ ও কিছু ফসিল মাছ)প্লাকয়েড (Placoid) আঁইশ (হাঙ্গড় ও শঙ্খমাছ)গ্যানয়েড (Ganoid) আঁইশ (বিচির, বোফিন, গারস, ষ্টারজন, প্যাডেলফিশ ইত্যাদি)টেনয়েড (Ctenoid) আঁইশ (কই, মেনি, কোরাল ইত্যাদি)সাইক্লয়েড (Cycloid) আঁইশ (রুই, কাতলা, মৃগেল ইত্যাদি)একটি আদর্শ আঁইশ (সাইক্লয়েড ধরনের) প্রস্থচ্ছেদ করলে প্রধান চারটি অংশ — বাইরে এনামেল (enamel), মাঝে ডেন্টাইন (dentine), ভিতরে পাল্পক্যাভিটি (pulp cavity) ও কৈশিক রক্তজালিকা (blood capillaries) এবং গোড়াতে বেসাল প্লেট (basal plate) থাকে যাকিনা এপিডারমিস (epidermis) ত্বকে গ্রথিত থেকে সুন্দর আকার ও আকৃতিতে সাজানো থেকে শরীরকে মজবুতি দান ও বর্মসদৃশ রক্ষা করে মাছকে।