কনড্রিকথিস শ্রেণিভুক্ত মাছে কোন ধরনের আঁইশ থাকে? (Which of the following scales is found in the fishes of the class chondricthyes?

সঠিক উত্তর: প্লাকয়েড(Placoid)
যেসব আঁইশ চাকতির মতো, প্রায় গোলাকার এবং কিনারা মসৃণ হয় তাদের সাইক্লয়েড আঁইশ বলে । রুই, কাতল, মৃগেল ইত্যাদি মাছে এধরনের আঁইশ থাকে । এরা অ্যাকটিনোপটেরিজি শ্রেণিভুক্ত মাছ । যেসব আঁইশ চাকতির মতো, কিন্তু এদের পশ্চাৎভাগ সূক্ষ্ম কণ্টকময় তাদের বলা হয় টিনয়েড আঁইশ । কৈ, ভেটকি ইত্যাদি মাছে এধরনের আঁইশ পাওয়া যায় । এরাও অ্যাকটিনোপটেরিজি শ্রেণিভুক্ত মাছ । সিলাকান্থ ও লাংফিশদের আঁইশ রম্বস আকারের বা পাতসদৃশ গঠন দ্বারা গঠিত এবং এদের প্রান্তগুলো ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে । এসব আঁইশকে গ্যানয়েড আঁইশ বলে । এরা সার্কোপটেরিজি শ্রেণিভুক্ত মাছ । এরা গ্যানয়েন নামক পুরু এনামেল জাতীয় বস্তুর আস্তরণযুক্ত । তরুণাস্থিযুক্ত মাছের আঁইশগুলো আণুবীক্ষণিক । এদের প্ল্যাকয়েড আঁইশ বলে । প্রতিটি আঁইশে একটি করে ত্রিকোণাকার বেসাল প্লেট থাকে এবং প্লেট থেকে তিনটি সূক্ষ্ম কাঁটা সৃষ্টি হয় । স্ট্রিং রে, থুট্রি হাঙ্গর, হাতুড়ী হাঙ্গর ইত্যাদি মাছে এধরনের আঁইশ দেখা যায় । এরা কন্ড্রিকথিস শ্রেণিভুক্ত মাছ ।