কোন শ্রেণিভুক্ত প্রাণিদের এপিডার্মাল আঁইশ থাকে?

সঠিক উত্তর: রেপটিলিয়া
সরীসৃপ (ইংরেজি: Reptile) শব্দের অর্থ "যারা বুকে ভর দিয়ে হেঁটে চলে"। মেরুদণ্ডী প্রাণীদের পুরনো শ্রেণীবিভাগের ৫টির মধ্যে দ্বিতীয় শ্রেণীর। অনেক সরীসৃপ, পাখী ও স্তন্যপায়ীতে এপিডার্মাল আঁইশ বা পরিবর্তিত এপিডার্মাল আঁইশ দেখতে পাওয়া যায়। যেমন- সাপে এপিডার্মাল আঁইশ পাওয়া যায়। সাপ, কচ্ছপ, কুমির ও কোন কোন সরীসৃপে এপিডার্মাল আঁইশের পাশাপাশি পরিবর্তিত এপিডার্মাল আঁইশ যেমন- স্কিউট, ক্রেস্ট, শিল্ড, স্পাইন, চঞ্চু, ব্যাটল ইত্যাদি দেখতে পাওয়া যায়।