ইন্টারে সাইন্সে কি কি বিষয় রয়েছে।কোন গুলো ঐচ্ছিক কোনগুলো আবশ্যিক।জানতে চাই।


শেয়ার করুন বন্ধুর সাথে

ইন্টারে সাইন্সে মোট ৭টি বিষয় আছে। তারমধ্য ৬টি বিষয় আবশ্যিক এবং ১টি বিষয় অপশনাল। 

ইন্টারে সাইন্সের আবশ্যিক বিষয়গুলো হলো:

১) বাংলা

২) ইংরেজী

৩) আইসিটি

৪) পদার্থ

৫) রসায়ন

৬) জীববিজ্ঞান/উচ্চতর গণিত (যে কোন একটি নিতে হবে)

ইন্টারে সাইন্সের অপশনাল বিষয়সমহূ:

৭) জীববিজ্ঞান/উচ্চতর গণিত/পরিসংখ্যান/কৃষিশিক্ষা/ভূগোল/মনোবিজ্ঞান।  (যে কোন একটি নিতে হবে)

 

বিশেষ দ্রষ্টব্য: 

(ক) যদি জীববিজ্ঞান আবশ্যিক বিষয় হিসেবে নেন, তাহলে উচ্চতর গণিত/পরিসংখ্যান/কৃষিশিক্ষা/ভূগোল/মনোবিজ্ঞান হতে যে কোন একটি বিষয়কে অপশনাল বিষয় হিসেবে নিতে হবে।

(খ) যদি উচ্চতর গণিত আবশ্যিক বিষয় হিসেবে নেন, তাহলে জীববিজ্ঞান/পরিসংখ্যান/কৃষিশিক্ষা/ভূগোল/মনোবিজ্ঞান হতে যে কোন একটি বিষয়কে অপশনাল বিষয় হিসেবে নিতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ